শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত টাইফয়েডের টিকা কার্যক্রম উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন মানসিক ভারসাম্যহীন নারীর ভিক্ষা করা জমানো তিন বস্তা টাকা উদ্ধার বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ার আশা কৃষকদের কাজিপুরে সোনামুখী মেলায় বসেছে নানা পণ্য সামগ্রীর পসরা বাজারে কাঁচামরিচ, বেগুন সহ বেশকিছু সবজির দাম কমলেও বেড়েছে ডিমের দাম মালচিং পদ্ধতি তরমুজ চাষ করে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা এখন সম্ভাবনার জনপদ মাছ, হাঁস ও কৃষিতে বদলে গেছে গ্রামীণ অর্থনীতি বগুড়ায় ধনেপাতা চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে

জমে উঠেছে বেলকুচি প্রেসক্লাবের আনন্দ মেলা

মিশুক চন্দ্র / ৩১ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জমে উঠেছে বেলকুচি প্রেস ক্লাব আয়োজিত মাস ব্যাপি আনন্দ মেলা। শিশু কিশোর এবং বিভিন্ন বয়সী নারী পুরুষ দর্শনার্থীদের পদ চারনায় মুখরিত বেলকুচি আদালত পাড়া মেলা প্রাঙ্গন। জুলাই আগষ্ট অভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে বেলকুচি প্রেস ক্লাবের আয়োজন ২ সেপ্টেম্বর থেকে বেলকুচি আদালত পাড়া মাঠে মাস ব্যাপি আনন্দ মেলা শুরু হয়েছে। মেলাতে রয়েছে শিশু বিনোদনের জন্য নাগড় দোলা, ইলেকট্রিক নৌকা, ভুতের বাড়ি, ইলেকট্রিক ট্রেনসহ নানা ধরনের খেলনা। নারীদের জন্য রয়েছে কসমেটিকস ও রেডিমেট জামাকাপড়ের দোকান। বিভিন্ন ধরনের খেলনা,বাড়ির কাজের নানা সরঞ্জাম, শুকনো খাবারের দোকান। এছাড়া রয়েছে চটপটি ফুচকা ও কমল পানীয়র দোকান। সকাল থেকেই দর্শনার্থী আসতে শুরু করে মেলা প্রাঙ্গনে। বাবা মার হাত ধরে আসছে অনেক শিশু। বিকেল হলেই পরিবারসহ মানুষ আসছে মেলা দেখতে ও কেনাকাটা করতে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠনগুলো পরিবেশন করছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় দোকান করতে এসেছেন ভোলা থেকে এক দোকানদার তিনি জানান অল্পদিনের মেলায় বেচা কেনা ভালই হচ্ছে। তিনি জানান অনেক স্থানে মেলা করেছি কিন্ত মেলার শুরুতেই এমন লোকসমাগম আমি দেখিনি। আশা করছি মেলায় কাঙ্খিত বেচাকেনা হবে। মেলায় শিশুদের ইভেন্টের দায়িত্বে থাকা আবু হানিফ জানান দিন যতই যাচ্ছে শিশু বিনোদনে
শিশুদের সমাগম ততই বাড়ছে। মেলার শুরুতেই ভালো সারা পাওয়া যাচ্ছে। মাঠে লোক সমাগম অনেক। স্থানীয় শিক্ষার্থী তন্ময় সুত্রধর জানান বেলকুচিতে বিনোদনের তেমন কিছু নেই এই মেলাটি আমাদের বিনোদনের খোরাক যোগাচ্ছে। এখানে অনেক কম দামে সব কিছুই পাওয়া যাচ্ছে এবং পরিবেশও ভালো আছে। রাতেও এসেছিলাম তখনও দেখেছি পরিবেশ ভালো সিসি ক্যামেরা আছে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকলে আশা করি পরিবার পরিজন নিয়ে অনেকেই আসবে। মেলায় দর্শনার্থীর নিরাপত্তা এবং পরিবেশ ভালো রাখতে সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার পরিজন নিয়ে সবাই মেলায় আসতে পারবে। সকলের প্রচেস্টায় এবং সহযোগীতায় আমরা এই মেলা সফল ভাবে সমাপ্ত করতে পারবো বলে জানিয়েছেন আয়োজক কমিটি।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো