সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর থানার গুচ্ছগ্রাম দরিদ্র কৃষক মো: আলাউদ্দিন। নিজের ৭ শতাংশ জমিতে পেঁপে, পুইশাক, কলমিশাক, সবুজশাক, লালশাক, ডাটা, ঢেরস সহ নানা ধরনের সবজি চাষ করে চলে তার সংসার। বৃদ্ধ বয়সে নিজেই জমিতে চাষাবাদ করেন। তবে সম্প্রতি নানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সবজির বাগান। ফলে দিশেহারা হয়ে পড়েছেন এই হত দরিদ্র কৃষক। স্থানীয় কৃষি বিভাগ থেকে বীজ সহ কিছু সহযোগিতা পেয়েছেন। তবে কৃষির আধুনিক যন্ত্রপাতির নানা থাকায় সঠিকভাবে পরিচর্যা করতে পারেন না তার জমিতে। দু’টি পুত্র সন্তান থাকলে নিজেকেই সংসারের দায়িত্ব পালন করতে হচ্ছে। কৃষক আলাউদ্দিন তার ক্ষতির পুশিয়ে উঠতে কৃষি বিভাগ ও বৃত্তবানদের সহযোগিতার দাবি করেছেন। আর কৃষি বিভাগ জানান কৃষক আলাউদ্দিনকে সহায়তা করা হবে।