সুইশ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে জলবায়ু ঝুকিঁ নিরসন ও জেন্ডার বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে সিরাজগঞ্জে ইনহ্যান্সিং জেন্ডার ইক্যুয়ালিটি প্রকল্পের চরাঞ্চলের কাযর্ক্রম পরিদশন করছেন প্রকল্পের ইন্টারন্যশনাল টিম লিডার আদি ওয়ালকার।
বেসরকারি উন্নয়ন সংস্থার শার্প এর আয়োজনে গত মঙ্গলবার দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, প্রকল্পের গ্র্যান্ট এক্সপার্ট,শাখাওয়াত হোসেন, কমুউনিকেশন এন্ড আউটরিচ এক্সপার্ট জেরিন তাসনিম মৃদুলা, নাগরিকতা: সিভিক ইংগেজমেন্ট ফান্ড, জিএফএ কনসাল্টিং গ্রুপ-জিএমবিএইচ, জামানী এবং শার্প এর পরিচালক সাফিয়া সুলতানাসহ আরও অনেকে। এ সময় তারা চর কমিউনিটির শার্পের অন্যান্য প্রকল্প ও পরিদর্শন করেন।