শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত টাইফয়েডের টিকা কার্যক্রম উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন মানসিক ভারসাম্যহীন নারীর ভিক্ষা করা জমানো তিন বস্তা টাকা উদ্ধার বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ার আশা কৃষকদের কাজিপুরে সোনামুখী মেলায় বসেছে নানা পণ্য সামগ্রীর পসরা বাজারে কাঁচামরিচ, বেগুন সহ বেশকিছু সবজির দাম কমলেও বেড়েছে ডিমের দাম মালচিং পদ্ধতি তরমুজ চাষ করে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা এখন সম্ভাবনার জনপদ মাছ, হাঁস ও কৃষিতে বদলে গেছে গ্রামীণ অর্থনীতি বগুড়ায় ধনেপাতা চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে

মানসিক ভারসাম্যহীন নারীর ভিক্ষা করা জমানো তিন বস্তা টাকা উদ্ধার

নজরুল ইসলাম / ৬ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী ভিক্ষাবৃত্তি করে জমানো ২ দফায় তিন বস্তায় প্রায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুস ছালামের স্ত্রী মানসিক ভারসাম্যহীন সালেকা বেগম, যাকে সবাই ‘সালেকা পাগলী’ নামে চিনতেন। দীর্ঘদিন ধরে পৌর এলাকার ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করতেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং প্রাপ্ত অর্থ সঞ্চয় করে নিজের কক্ষে সংরক্ষণ করতেন। বুধবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়রা দেখতে পান—সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খোলা হলে তার ভিতরে টাকাভর্তি দুটি বস্তা পাওয়া যায়। এতে এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও শত টাকার বিভিন্ন নোট ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই বস্তায় ছিল। ১১ অক্টোবর পাওয়া যায় আরও ১ বস্তা। টাকা রাখার নিরাপদ জায়গা না থাকায় সালেকা পাগলী ঘরের কোণে বস্তায় ভরে রেখেছিলেন। এ বিষয়ে স্থানীয় আব্দুল কাদের জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তার মধ্যে বিপুল পরিমাণ টাকা রয়েছে। টাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উদ্ধার করা টাকা গণনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো