শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত টাইফয়েডের টিকা কার্যক্রম উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন মানসিক ভারসাম্যহীন নারীর ভিক্ষা করা জমানো তিন বস্তা টাকা উদ্ধার বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ার আশা কৃষকদের কাজিপুরে সোনামুখী মেলায় বসেছে নানা পণ্য সামগ্রীর পসরা বাজারে কাঁচামরিচ, বেগুন সহ বেশকিছু সবজির দাম কমলেও বেড়েছে ডিমের দাম মালচিং পদ্ধতি তরমুজ চাষ করে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা এখন সম্ভাবনার জনপদ মাছ, হাঁস ও কৃষিতে বদলে গেছে গ্রামীণ অর্থনীতি বগুড়ায় ধনেপাতা চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে

তাড়াশে রোপা আমনের চারা বিক্রির ধুম

সাব্বির মির্জা, তাড়াশ / ১৯ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন ধানের চারা বিক্রির ধুম পড়েছে। চলতি মৌসুমে প্রচুর বৃষ্টি হওয়ায় কৃষকরা জমিতে ধানের চারা রোপণ করতে শুরু করেছেন। যাদের আমন ধানের চারার বীজতলা নেই, তারা স্থানীয় হাট-বাজার থেকে চারা কিনে খেতে রোপণ করছেন। বর্তমানে এক পণ (৮০ মুঠো) ধানের চারা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসাবে এক মুঠো চারা ৩ থেকে ৪ টাকায় কেনা-বেচা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রোপা আমন মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৯১০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার তালম, দেশীগ্রাম, বারুহাস, মাধাইনর ইউনিয়নসহ বিভিন্ন মাঠে কৃষকরা রোপা আমনের চারা রোপণ শুরু করেছেন।
উপজেলার তালম গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, অনেক কৃষক পাওয়ার টিলার দিয়ে জমি প্রস্তুত করছেন। আবার কেউ কেউ ধানের চারা রোপণ করেছেন। বেশির ভাগ কৃষক নিজস্ব বীজতলায় উৎপাদিক চারা রোপণ করছেন। তবে যাদের নিজস্ব চারা নেই, তারা এলাকার হাট-বাজার থেকে পছন্দমতো চারা সংগ্রহ করে রোপণ করছেন।
অন্যান্য বছরগুলোর মতো এবার তাড়াশ উপজেলায় বিভিন্ন বাজারে আমনের চারা বিক্রি হতে দেখা গেছে। আজাদ আলী নামে এক ব্যবসায়ী জানান, তিনি গুটি স্বর্ণা, স্বর্ণা, ২৯, ৩৯, ৪৯সহ কয়েকটি জাতের চারা বিক্রি করছেন। আরেক ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, তাড়াশের মাধাইনগর, ঝুরঝুরি, কালীবাড়ি, বোয়ালিয়া-সরাপপুর, দেশীগ্রাম, বড় মাঝদক্ষিনা, কর্ণঘোষসহ আশপাশের এলাকার কৃষকেরা নিজেদের বীজতলা থেকে চারা তুলে এনে তাদের কাছে পাইকারি দরে বিক্রি করছেন। অনেক কৃষক নিজেদের জমিতে চারা লাগানোর পর বাড়তি চারা এনেও ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। আবার কেউ কেউ ব্যবসার জন্য আমনের বীজতলায় চারা তৈরি করে সেই চারা তুলে এনেও বিক্রি করছেন। আব্দুল ওয়াহাব নামে এক ব্যবসায়ী জানান, এক পণ চারা এখন ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। এ হিসাবে এক মুঠো চারা ৩ থেকে ৪ টাকা পড়ছে। কৃষকদের কাছে গুটি স্বর্ণা ও স্বর্ণা-৫ জাতের ধান চারার চাহিদা বেশি বলে জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা জানান, ইতিমধ্যেই ১৩ হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করা হয়েছে। দিন যতই যাচ্ছে, জতিমে চারা রোপণের পরিমাণ ততই বাড়ছে। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, এবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রোপা আমন ধানের আবাদে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮০০ কৃষকের মাঝে বিনা মূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে আমন আবাদে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো