স্থানীয় পর্যায়ে অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরর মানুষকে সচেতন ও কাজে উৎসাহিত করার প্রত্যয়ে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত গঞ্জের বাণিজ্য এখন জেলা শহরের গন্ডি পেরিয়ে বগুড়া, জয়পুরহাট, পাবনা এবং বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছে গেছে। গত ৫ সেপ্টেম্বর পত্রিকার সিনিয়র প্রতিবেদক সাংবাদিক আবদুল জলিল পত্রিকার রাজশাহী অঞ্চলের সাংবাদিকদের সাথে এ বিষয়ে মতবিনিময় করেছেন। এসময় তিনি গঞ্জের বাণিজ্যের নানা বিষয় তুলে ধরেন। মতোবিনিময়ে অংশ নেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, সদর প্রেসক্লাব, তানোর ও মোহনপুর প্রেসক্লাবের প্রায় কয়েক জন সাংবাদিক। তারা রাজশাহী শহর এবং তানোর ও মোহনপুর উপজেলার মানুষের কাছে গঞ্জের বাণিজ্য ব্যবসা বাণিজ্যের প্রতিচ্ছবি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। পত্রিকার কাগজ, ছাপার মান, নির্ভুলতা ডিজাইন দেখে প্রশংশা করেন।
জেলা শহরের বিভিন্ন এলাকার অর্থনীতি ও ব্যবসার হালচাল, এলাকার উন্নয়নের ছোঁয়া, অগ্রসরমান শিল্প, সম্ভাবনাময় কৃষি, প্রাণীসম্পদ প্রতিশ্রুতিশীল ক্ষুদ্র ব্যবসায়ীর জীবনী, সফলতার গল্প এসব নিয়ে লেখা থাকবে গঞ্জের বাণিজ্যে পত্রিকায় নিয়মিত দেখার দাবী জানান।