বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত টাইফয়েডের টিকা কার্যক্রম উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন মানসিক ভারসাম্যহীন নারীর ভিক্ষা করা জমানো তিন বস্তা টাকা উদ্ধার বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ার আশা কৃষকদের কাজিপুরে সোনামুখী মেলায় বসেছে নানা পণ্য সামগ্রীর পসরা বাজারে কাঁচামরিচ, বেগুন সহ বেশকিছু সবজির দাম কমলেও বেড়েছে ডিমের দাম মালচিং পদ্ধতি তরমুজ চাষ করে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা এখন সম্ভাবনার জনপদ মাছ, হাঁস ও কৃষিতে বদলে গেছে গ্রামীণ অর্থনীতি বগুড়ায় ধনেপাতা চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে

কাজিপুরে সোনামুখী মেলায় বসেছে নানা পণ্য সামগ্রীর পসরা

আব্দুল জলিল, কাজিপুর / ৯ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে বসছে প্রাচীনতম ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে এ মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে সোনামুখী ও আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় বসেছে কাঠের আসবাবপত্র সহ নানা পণ্যের পসরা মেলার পাশ দিয়ে সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর হয়ে আন্তঃজেলা সড়ক থাকার কারণে এ মেলার গুরুত্ব অনেক বেশি। আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের নানা পণ্য-সামগ্রী বেচাকেনার উদ্দেশ্যে মেলাতে নিয়ে আসে। বিশেষ করে এই মেলা এলাকাবাসির কাছে কাঠের মেলা নামেও পরিচিত।
আশপাশের কয়েক গ্রামের কারিগরেরা মেলার দুই-তিন মাস পূর্বে থেকে কাঠের আসবাবপত্র তৈরি করেন। মেলা শুরু হলে জায়গা বরাদ্দ নিয়ে সেগুলো নিয়ে আসেন বিক্রির জন্যে। মেলায় সোফাসেট, আলমিরা, খাট, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, মিটসেফ, ডাইনিং টেবিলসহ নানা প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। কাঠের পাশাপাশি মেলায় স্টিলের আলমিরা, খাট, মিটসেফসহ নানা আসবাব বিক্রি হয়। এলাকার মানুষজন এসব জিনিসপত্র কেনার জন্যে মেলা শুরুর অপেক্ষায় থাকেন। আশপাশের জেলা থেকেও মানুষজন স্টিল ও কাঠের ফার্নিচার কিনতে এই মেলায় আসেন। মেলায় কয়েক কোটি টাকার আসবাবপত্র বিক্রি হয় বলে জানান আয়োজক কমিটি। বিনোদনের জন্য এবার মেলায় এসেছে নাগর দোলা, নৌকা দোলা, পুতুল নাচ ও মোটরসাইকেল শো। মেলার শান্তি শৃংঙ্খলা রক্ষার জন্য মেলা কমিটি পুলিশের পাশাপাশি একটি পরিচালনা কমিটি গঠন করেছে। মেলার ইজারাদার ফজলুল হক জানান, এবার মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা কমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। মেলায় আগত ব্যবসায়ীদের মাঝে জায়গা বরাদ্দ চলছে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো